![]() |
পাইকগাছার দেলুটিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত |
পূর্ণ চন্দ্র মন্ডল:::পাইকগাছা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস - ২০২২ উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় দেলুটি ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন ও দেলুটি ইউনিয়ন পরিষদের আয়োজনে শোক র্যালী, বিনম্র পুষ্প্যস্তবক অর্পণ, স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হহয়েছে।
সোমবার সকালে দেলুটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দেলুটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল এর সার্বিক পরিচালনায় এসকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলুটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্মল কান্তি মন্ডল।
এ সময়ে উপস্থিত ছিলেন, দেলুটি ইউনিয়ন বিট পুলিশ এসআই জনাব তরিকুল ইসলাম, নিরুপম নন্দী, ফরহাদ হোসেন, মোঃ আজিজুর রহমান, আওয়ামীলীগ নেতা অনিল কুমার মল্লিক, পীযূষ কান্তি সরকার, দীপ্তি চক্রবর্তী, বীরেন্দ্রনাথ মল্লিক, নলিনাক্ষ নাথ বৈদ্য, তরুণ কান্তি সরকার, নিরাঞ্জন রায়, রবীন্দ্রনাথ মন্ডল, কার্তিক রায়, সুশান্ত রায়, চিত্ত রঞ্জন হালদার, সুপদ রায়, কালিদাস রায়, বনমালী রায়, কুমুদ রঞ্জন রায়, নিরাপদ সরকার, নিশীত মজুমদার, সুভাষ মন্ডল, নিরাঞ্জন সরদার, রনধীর মন্ডল,
বীর মুক্তিযোদ্ধা মীনা আলাউদ্দিন, রুপম সানা, সালমান সানা, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, রামচন্দ্র টিকাদার, কিংশুক রায়, রবীন্দ্র নাথ মন্ডল, চম্পক বিশ্বাস, পলাশ রায়, রিংকু রায়, বদিয়ার হোসেন, পবিত্র সরদার, মেরী রানী সরদার, বিনতা সরকার, লক্ষ্মী রানী সরকার, যুবলীগ নেতা শেখ মোহম্মদ আলী, সুব্রত রায়, অঞ্জন মন্ডল, নারায়ন রায়, প্রকাশ হালদার, সত্য সরকার, বাসুদেব কবিরাজ, নিতীশ রায়, অসীম সরকার, দিপংকর সরকার, বিভূতি সরকার, সুজন সরকার, নারায়ন সরদার, শশাংক সানা, অরূপ বৈদ্য, ইন্দ্রজিত বিশ্বাস, সমীর মন্ডল, তরুন রায়, সিপিপির সৈকত ঢালী, প্রসেনজিত মন্ডল মিঠু, ঋতু গোলদার, সুমাল্য সরকার, পুষ্পেন সরদার, রিপন মন্ডল, দিপক মন্ডল, হিমাদ্রী রায়, চয়ন বিশ্বাস, সুচিত্রা বিশ্বাস, স্মৃতি মন্ডল, শুক্লা রায়, শারমিন আক্তার, ক্যামেলিয়া রায়, কামনা সরদার, ইউপি সচিব বিজয় কুমার পাল, বুলবুল আহম্মেদ প্রমূখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ হাবিবুর রহমান।
0 coment rios: