Tuesday, 30 August 2022

পাইকগাছায় ইঞ্জিন ভ্যানের চাকায় গলায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত কিশোরী খুমেকে চিকিৎসাধীন


পিসিমন্ডল পাইকগাছা:: পাইকগাছায় ইঞ্জিন ভ্যান গাড়ীর চাকায় এক কিশোরীর গলার ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয়েছে। আহত কিশোরী শিক্ষার্থীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে অবস্থান অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায়। আহত কিশোরী দশম শ্রেণির ছাত্রী। নাম জ্যোতি।  সে উপজেলার গদাইপুর গ্রামের রবিউল গাজীর মেয়ে। তার মা লিলিমা বেগম জানান, ঘটনার দিন বোয়ালিয়া মোড় থেকে ডাক্তার দেখিয়ে ইঞ্জিন ভ্যানযোগে আমরা বাড়ি ফিরছিলাম। কিছুদুর যাওয়ার পর ইঞ্জিন ভ্যানের চাকার সাথে গলায় ওড়না পেঁচিয়ে মেয়ে জ্যোতির গলায় ফাঁস আটকে যাওয়ার উপক্রম হয়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে মেয়েকে উদ্ধার করে। তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জিএম ফরহাদুজ্জামান জানান, এ ধরণের রোগীদের ক্ষেত্রে আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। আমাদের এখানে এমন ব্যবস্থা না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুমেকে প্রেরণ করা হয়েছে। বর্তমানে আহত জ্যোতি খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: