![]() |
পরিদর্শনকালে নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম একটি নিরন্তর প্রক্রিয়া। প্রচার প্রচারণার মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। হালনাগাদ কার্যক্রমে ভোটারের তথ্যে ভুল-ভ্রান্তি এড়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এক্ষেত্রে নিবন্ধন কেন্দ্রে সংশ্লিষ্ট ভোটারকে তাঁর তথ্য কম্পোজ ও প্রুফের একটি প্রিন্ট দেয়া হবে। ভোটার সেটা যাচাই শেষে স্বাক্ষর দেবেন। অন্য বারের মতো এবারও যেন রোহিঙ্গারা ভোটার তালিকাভুক্ত হতে না পারে সে জন্য বিশেষ সর্তকতা অবলম্বন করতে হবে।
চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন নির্বাচন কমিশনার। ইভিএম সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, ইভিএম ব্যবহার করা হলে এক ব্যক্তি একাধিক ভোট দিতে পারবে না। কারণ যন্ত্রটি সংশ্লিষ্ট ভোটারের বাটনের প্রথম চাপটিকেই নিবন্ধন করে নিবে। এটি দ্বারা ভোট প্রদান খুব সহজ এবং প্রতিবন্ধীব্যক্তিও খুব সহজে এরমাধ্যমে ভোট প্রদানকরতে পারবেন।
পরিদর্শনকালেআঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ হুমায়ুনকবীর, সিনিয়র জেলা নির্বাচনঅফিসার এম. মাজহারুলইসলাম, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ আসাবুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার অপূর্ব কুমার বিশ^াস প্রমুখ উপস্থিত ছিলেন।
0 coment rios: