স্নেহেন্দু বিকাশ, পাইকগাছায় ঘেরা সহ রাস্তা কেটে বহুদিনের চলাচলের রাস্তা নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। গদাইপুর ইউপি'র ওয়ার্ড সদস্য,মুক্তিযোদ্ধা সহ স্থানীয়রা অভিযোগ করেছেন বোয়ালিয়া ও হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থান থেকে কপোতাক্ষ নদ অভিমুখি প্রায় ১শত বছরের যাতাযাত রাস্তাটি কেটে নষ্ট করছেন স্থানীয় সুধাংশু সাধুর পরিবার। জানাগেছে,ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে রাস্তা কাটা বন্ধ রয়েছেন।
সরেজমিনে গেলে গদাইপুর ইউপি'র ৬ নং ওয়ার্ড সদস্য মীর আনোয়ার এলাহী বলেন, বাপ-দাদার আমল থেকে হিতামপুরস্থ কপোতাক্ষ নদ অভিমুখি রাস্তাটি প্রায় ১শ বছর পুর্বের। আমি ২৫ বছর ধরে ওয়ার্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি এবং এ রাস্তায় সরকারি অর্থ বরাদ্দ হয়েছে।
কিন্তু এখন স্থানীয় সুধাংশু সাধুর স্ত্রী ও ছেলে তাদের ব্যক্তিগত জমির উপর ইটের এ রাস্তাটি দাবি করে হঠাৎ ঘেরা দিয়ে রাস্তা কেটে ফেলছেন। তিনি আরোও বলেন, রাস্তা কাটায় নিষেধ করলে উল্টো আমার মামলায় জড়ানোর হুমকি দেয়া হচ্ছে। জানাগেছে, বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে বহুতল ভবন নির্মানে কাজ শুরু হয়েছে।
কিন্তু স্কুলের ভবনের একাংশে যেখানে পাইলিং বসানো হয়েছে সে জায়গা স্থানীয় সুধাংশু সাধুর পরিবার এখন দাবী করেছেন। এ নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে। অনেকেই বলছেন, এ বিরোধ থেকে থেকে এ পাঁকা রাস্তায় বেড়া ও কাটার ঘটনা ঘটেছে। এ বিষয়ে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পিযুষ কুমার সাধু বলেন,স্কুলের ভবন নির্মানের পুর্বে যাচাই-বাছাই,জরিপ সহ কর্তৃপক্ষ মাটি পরীক্ষা করেছেন। তখনও কোন বাধা পড়েনি,কিন্তু পাইলিং বসানোর সময় সুধাংশু সাধুর স্ত্রী চায়না সাধু জমি দাবি করে কাজে বাঁধা দিয়ে বিরোধ সৃষ্টি করেছেন।
এ নিয়ে নির্বাহী কোর্টে আমাদের নামে ১৪৪ ধারার মামলা করলেও আদালত মামলাটি নথিজাত করেন। স্থানীয় মুক্তিযোদ্ধা রওশান আলী শেখ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করে বলেন,পুর্বে রেকর্ডিয় জমির উপর দিয়ে রাস্তা হলেও ৮৫/৯০ বছর পর মানুষের যাতায়াত পথ কাটা রীতিমত অন্যায়।
এ বিষয়ে সুধাংশু সাধুর স্ত্রী চায়না সাধু বলেন,স্কুলের জমির একাংশ ও রাস্তারটি আমার পরিবারের রেকর্ডিয় জমি যা সকলে জানে। এখন মানুষ তেমন চালাচল করে না তাই রাস্তাটি কেটে ছোট্ট করে দিচ্ছি। তিনি আরোও বলেন, আমার স্বামী ও ১ ছেলে অসুস্থ্য থাকায় সবকিছু জোর করে করা হচ্ছে।
এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, আপাতত রাস্তা কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান,আমরা চাইনা কেউ রাস্তা দখল বা কেটে নষ্ট করুক। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে এ রাস্তার সরকারি জমি থাকলে তিনি আইনী পদক্ষেপের কথা বলেন।
0 coment rios: