Friday, 16 September 2022

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত , অংশগ্রহণ করে ৩ হাজার ৯২জন,অনুপস্থিত ৫৮ জন

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত , অংশগ্রহণ করে ৩ হাজার ৯২জন,অনুপস্থিত ৫৮ জন

পূর্ণ চন্দ্র মন্ডল:: পাইকগাছা পাইকগাছায় ২০২২ সনের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনালের প্রথম দিনের পরীক্ষা উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ও নকল মুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর ) সকাল ১১টা থেকে উপজেলার ১০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। এর মধ্যে এসএসসি পরীক্ষার ৭টি, দাখিল পরীক্ষার ২টি, এসএসসি ভোকেশনাল পরীক্ষার ১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রে ৩০ মিনিট পূর্বে সকল শিক্ষার্থীদের প্রবেশ করানো হয়। তবে সকাল সাড়ে ৯টা থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি দেখা গেছে।

এবারের পরীক্ষা করোনাভাইরাস ও বন্যার কারণে দুই দফা পিছিয়ে দুই ঘণ্টার পুর্নবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২০ মিনিট এবং সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ১ ঘণ্টা ৪০ মিনিট ছিল। এ পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে, এ বছর এসএসসি সাধারণ শাখায় ২ হাজার ৫৫৬ জন, দাখিল পর্যায়ে ৪১৬ জন এবং ভোকেশনাল পর্যায়ে ১২০ জনসহ মোট ৩ হাজার ৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ১৫০ জন, অনুপস্থিত মোট ৫৮ জন। স্বাস্থ্য বিধি মেনে ১০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। 

সরেজমিনে পরীক্ষা শুরুর পরে কেন্দ্র গুলোতে চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ, 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এম. আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ সহ দায়িত্ব প্রাপ্ত সরকারি কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, উপজেলার ১০টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা সুন্দর, শান্তিপূর্ণভাবে ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

এছাড়া পরীক্ষা সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত করতে কেন্দ্রগুলোতে একটি মেডিকেল টিম কাজ করে। পুলিশ কেন্দ্রের বাহিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। কেন্দ্রের চারপাশে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকায় পরীক্ষার সময় কেন্দ্রের চারপাশে জনসমাগম বা জড় হওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানায় প্রশ্নমালা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ভালো হয়েছে এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: