পাইকগাছা অফিস::পাইকগাছা উপজেলাধীন গদাইপুর ইউনিয়নের বাইশারাবাদে পানিবন্দী ১শত ২০টি পরিবারের মধ্যে ত্রাণের খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে বন্যায় প্লাবিত অসহায় মানুষের মাঝে খাদ্য-সামগ্রী গুলো বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, অতিরিক্ত বৃষ্টি ও শিবসা নদে জোয়ারে অস্বাভাবিক পানি বৃদ্ধি সর্বোপরি মৎস্য চাষীদের লীজঘেরের সুরক্ষা বাঁধ রক্ষণাবেক্ষনের কারণে সেটা ভেঙ্গে যাওয়ায় পাইকগাছা উপজেলাধীন গদাইপুর ইউনিয়নের বাইশারাবাদ এলাকা প্লাবিত হলে পুরাতন আশ্রয়ণ প্রকল্প সহ গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী হয়। রাস্তাঘাট, মৎস্যঘের, ঘরবাড়ী পানিতে ডুবে একাকার।
গুচ্ছগ্রামে কোথাও হাটু সমান, কোথাও কোমড় পানি। তাদের রান্না করার জায়গা নাই। বুধবার দুপুরে বেঁড়িবাঁধ ভাঙ্গার সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যান বিকালে বৈরি আবহাওয়ার মধ্যেও প্লাবিত এলাকা পরিদর্শন করেন। তাদের দুঃখ দুর্দশা, বিপদে খাদ্য সহায়তা দিতে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বলে জানান, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
0 coment rios: