Saturday, 17 September 2022

পাইকগাছায় এসএসসি পরীক্ষার ২য় দিনে ৪২ অনুপস্থিত ,৩ পরীক্ষার্থী বহিস্কার, ১ শিক্ষককে অব্যাহতি ও অ্যানড্রয়ট মোবাইল জব্দ,

পাইকগাছায় এসএসসি পরীক্ষার ২য় দিনে  ৪২ অনুপস্থিত ,৩ পরীক্ষার্থী বহিস্কার, ১ শিক্ষককে অব্যাহতি ও অ্যানড্রয়ট মোবাইল জব্দ,

পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা::পাইকগাছায় ২০২২ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনালের দ্বিতীয় দিনের বাংলা ২য় পত্র এবং দাখিল গণিত পরীক্ষায় ৪২ জন অনুপস্থিত, অসদুপায় অবলম্বনের জন্য ৩ পরীক্ষার্থী বহিস্কার, দ্বায়িত্বে অবহেলা ও অনৈতিককাজে সম্পৃক্ত থাকায় ৩ শিক্ষককে দ্বায়িত্ব থেকে অব্যাহতি এবং কয়েকটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়েছে। 

শনিবার দুপুর বারটার দিকে হাবিবনগর সিনিয়র মাদ্রাসা কেন্দ্র গণিত পরীক্ষা চলাকালীন কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এম. আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ ও পাইকগাছা আলীম মাদ্রাসায় উপজেলা রিসোর্স সেন্টারের  ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন পৃথক পৃথক ভাবে এদের কে বহিস্কার করেন। জানা যায়, চলতি এসএসসি পরীক্ষার ২য় দিনে বাংলা ২য় পত্রে উপজেলার ১০টি কেন্দ্রে এসএসসি সাধারণ পরীক্ষার ৭টি, এসএসসি ভোকেশনাল পরীক্ষার ১টি ও গণিত দাখিল পরীক্ষার ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

অনিবার্য কারণবশত বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি পরীক্ষা স্থগিত ছিল ও সকাল ১১টা থেকে ১২.৪০মিনিট পর্যন্ত  সৃজনশীল (সিকিউ) অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অফিসার মমতাজ বেগম জানান, ২য় দিনে এসএসসি সাধারণ শাখায় ২ হাজার ৫৬১ জন, দাখিল পর্যায়ে ৪১৩ জন এবং ভোকেশনাল পর্যায়ে ১২১ জনসহ মোট ৩ হাজার ৯৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ১৩৭ জন, অনুপস্থিত মোট ৪২ জন। উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, নির্বাহী অফিসার মমতাজ, এ্যাসিল্যান্ড এম. আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ সহ দায়িত্ব প্রাপ্ত সরকারি কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। 

এদিকে তথ্য সংগ্রহকালে দৈনিক জন্মভূমির এ প্রতিনিধির সাথে মুঠোফোনে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোঃ খালেকুজ্জামান জানান, পরীক্ষার্থীদের উপস্থিতি ৪৬৭ ও ৫ জন অনুপস্থিত ছিল। পর্যায়ক্রমে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আজিত সরকার জানান, উপস্থিত ৩৮৩ ও অনুপস্থিত ৪, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে রহিমা আক্তার শম্পা জানান, উপস্থিত ৩৫৩ ও অনুপস্থিত ৪, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির থেকে কবির আহমেদ উপস্থিত ২৮১ ও অনুপস্থিত ২, রাড়ুলী আরকেবিকে হরিশচন্দ্র থেকে গোপাল চন্দ্র ঘোষ জানান ২টি কেন্দ্র উপস্থিত ৫৩৯ ও অনুপস্থিত ৭, গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটের মধুসূদন সরকার জানান, ২টি কেন্দ্র উপস্থিত ৪৪৩ ও অনুপস্থিত ৩, পাইকগাছা আলীম মাদ্রাসার মোঃ আজহার আলী জানান, উপস্থিত ১৯৮ ও অনুপস্থিত ১, ২ শিক্ষককে অব্যাহতি,  চাঁদখালী বহুমুখি উচ্চ বিদ্যাঃ মোঃ খায়রুল ইসলাম জানান, ২টি কেন্দ্র  উপস্থিত ১৯৮ ও অনুপস্থিত ৩, হাবিবনগর সিনিয়র মাদ্রাসার মুহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, উপস্থিত ২১৪, অনুপস্থিত ৪ ও বহিস্কৃত ৩ জন ও ১ শিক্ষককে অব্যাহতি, কেডি সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরমানন্দ বিশ্বাস  ১২১ পরীক্ষার্থী উপস্থিত ও ৯ জন অনুপস্থিত থাকার কথা জানান। 

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এম. আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ জানান, পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখতে কেন্দ্র পরিদর্শন অব্যাহত থাকবে। এছাড়া অনৈতিক কাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: