![]() |
পাইকগাছায় বনায়ন উজাড়, অবৈধ দখল, অপরিকল্পিত ভাবে বর্জ্য ফেলায় সামাজিক চর_বনায়ান বিনষ্টের নানাবিধ_অভিযোগে ইউএনও'র দ্বারস্থ |
পাইকগাছা অফিস::পাইকগাছায় বনায়ন উজাড়, অবৈধ দখল_অপরিকল্পিত ভাবে বর্জ্য ফেলায় সামাজিক_চরবনায়ান বিনষ্টের নানাবিধ অভিযোগে ইউএনও'র দ্বারস্থ হয়েছেন চরবনায়ান সমিতি।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নির্দেশায়বৃহস্পতিবার বিকালে
অভিযোগের সত্যতা যাচাই করতে চরবনায়ান পরিদর্শন করেন সহকারীকমিশনার (ভূমি) এম. আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।
এসময়ে উপস্থিতছিলেন, উপজেলা কর্মকর্তা প্রেমানন্দ রায়, কানুনগো মোফাজ্জেলহোসেন,
বাতিখালী চরবনায়ান সমিতির সভাপতি জিএমএম আজহারুলইসলাম, সম্পাদক জামিনুর ইসলাম, গাজী ইমান আলী, জাকির হোসেন, বনায়ন সমিতির সদস্য ও স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।------
সুধীসমাজ বলছে,
বনায়নটি দেখতে ঈদ, পূজার সময় সহ অন্যান্য সময়ে দুর-দুরন্ত থেকে প্রকৃতিপ্রেমীরা আসে। সুপরিকল্পিত ভাবে একটু একটু করে সামাজিক চরবনায়ান কে মেরে ফেলা হচ্ছে। এখনই কঠোর পদক্ষেপ না নিলে বনায়নকে বাঁচানো যাবে না।-------------
এব্যাপারে তদন্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এম.আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ জানান, বন নষ্ট, গাছ কাটা, ময়লা আবর্জনা ফেলে বনের ক্ষতির সত্যতা মিলেছে। উপজেলা নির্বাহী অফিসার_মহোদয় কে বিস্তারিত অবহিত করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, বন জাতীয় সম্পদ। এটার গুরুত্ব অপরিসীম। রক্ষণাবেক্ষনের দায়িত্ব শুরু বন বিভাগ, সমিতির নয়, সকলের। এটি কেউ বিনষ্ট করলে, সরকারী জায়গা অবৈধভাবে_দখল, ক্ষতি সাধন করলে কাউকে ছাড় দেয়া হবে না। এব্যাপারে অনেক অভিযোগ এসেছে সহকারী কমিশনার (ভূমি) কে তদন্তে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
0 coment rios: