স্নেহেন্দু বিকাশ, টানা ৬ দিন লাইফ সাফটে থাকাবস্থায় মাস্টার্স পড়ুয়া প্রীতি মন্ডল মৃত্যুর কাছে হার মেনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার আকাল মৃত্যু হয়।
প্রীতি পাইকগাছা পৌরসভার সরলের বাসিন্দা ব্র্যাক কর্মী গোপাল মন্ডলের স্ত্রী ও বাতিখালী গ্রামের মৃতঃ ধীরেন্দ্র নাথ মন্ডল তার পিতা। পারিবারিক সুত্র জানিয়েছে, গত শনিবার বিকেলে স্বামী ও শিশু পুত্র সৃজন সহ প্রীতি মোটরসাইকেল যোগে স্বামীর কর্মস্থলে ৭ক্ষিরার কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়।
বড়দল ব্রীজ পার হয়ে আশাশুনির কাছাকাছি পৌছালে মোটরবাইকটি একটি গরুর সাথে ধাক্কা লাগলে পিছন থেকে প্রীতি পিচের রাস্তায় সিটকে পড়ে মাথায় গুরুতর ভাবে আঘাত পায়। দুর্ঘটনায় স্বামী ও শিশুপুত্রও আহত হয়। প্রথমে প্রীতিকে আশাশুনি হাসপাতাল, পরে ৭ক্ষিরা ও সর্বশেষ খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়। এখানে মস্তিস্কে অস্ত্রাপচার করে আইসিইউতে রাখা হয়। এখ
পরবর্তীতে শারিরিক অবস্থার অবনতি ঘটায় তাকে বৃহস্পতিবার আবু নাসের হাসপাতালে স্থানান্তার করা হলে ১০ টার দিকে তার অকাল মৃত্যু ঘটে। তার মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রীতির আত্মার শান্তি কামনা করি!
0 coment rios: