Saturday, 22 October 2022

পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
 পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

পাইকগাছায় র‌্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণের মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 পরে লিফলেট বিতরণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিসচা প্রধান উপদেষ্টা ও ইউএনও মমতাজ বেগম এর সভাপতিত্বে “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

 নিসচা’র সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ ও সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নিসচা সভাপতি এইচএম শফিউল ইসলাম। 

বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, বাস মালিক সমিতির প্রতিনিধি ও কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার শেখ জাহিদুজ্জামান হ্যাপি, ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, মটর সাইকেল চালক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, অমরেশ মন্ডল, ডাঃ সিরাজুল ইসলাম, সন্তোষ কুমার সরকার, মোশাররফ হোসেন, আশরাফুল ইসলাম রাবু, দয়াল ভান্ডারী, ফরিদুল, হারুন, মুজিবর রহমান, এসএম আলাউদ্দীন সোহাগ, মিনারুল ইসলাম ও মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে বক্তারা আইন মেনে সড়কে চলার জন্য সকলের প্রতি আহবান জানান। এছাড়া মোটর বাইক দূর্ঘটনায় মৃত্যু প্রতিরোধে বাধ্যতামূলক হেলমেট ব্যবহারের উপর গুরুরোপ করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: