পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা::রাত পোহালে ১৭ অক্টোবর-২২ খুলনা জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। ৩ নং ভোট কেন্দ্র পাইকগাছা উপজেলা পরিষদ এলাকায় সকল প্রার্থীদের লিফলেট-পোস্টারে ছেয়ে গেছে। পরিষদ চত্বরে সহ উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে দু'টি বুথে সিসি ক্যামেরার আওতায় ১৪৬ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন।
চেয়ারম্যান পদে আওয়াীলীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামীলীগ সভাপতি শেখ হারুনুর রশীদের (মোটরসাইকেল), জেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এসএম মোস্তফা রশিদী সুজার ভাই ক্রীড়া সংগঠক এসএম মোস্তফা রশিদী দারা ( চশমা) ও জেলা বিএমএ'র সভাপতি ডাঃ বাহারুল আলম ( আনারস) প্রতিকে ভোটের লড়াই করছেন ।
নির্বাচন দল সমর্থিত প্রার্থীর ( মোটরসাইকেল) প্রতিকের বিজয়ে শতভাগ আশাবাদী দলীয় নেতৃবৃন্দ। শেখ হারুনুর রশীদ পক্ষে দল সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নেমেছেন। প্রচারনার শেষ মুহুর্তে জেলা ও উপজেলা সহ পৌর আ'লীগ নেতৃবৃন্দ ভোট প্রার্থনা করে ইউপি চেয়ারম্যান-মেম্বর ও পৌর মেয়র-কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভা সহ গণসংযোগ করেছেন।
এদিকে চেয়ারম্যান পদে (চশমা) ও (আনারস) প্রতিকের অপর দু স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী প্রচার-প্রচারনার অংশ নিয়ে ভোটারদের সাথে সাধ্যমত যোগাযোগ ও মতবিনিময় করে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। তারাও নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।
পাইকগাছার ৩ নং কেন্দ্রে পরুষ সাধারণ সদস্যপদে ৫ পদপ্রার্থী ভোটের লড়াইয়ে নেমেছেন। এরা হলো মুক্তিযোদ্ধা সন্তান এ্যাডঃ তৈয়েব হোসেন নুর (তালাচাবি), ব্যবসায়ী রবিউল ইসলাম (রবি) বৈদ্যুতিক পাখা), সাংবাদিক আঃ রাজ্জাক রাজু (হাতি), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল (বক) ও সালমান শেখ (ক্রিকেট ব্যাট) প্রতিক।
অপরদিকে সংরক্ষিত মহিলা ১ ( ১২ ও ৩) আসনে ৭ প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। এরা হলো নাজমা কামাল ( লাটিম),নাহার আক্তার ( ফুটবল), জয়ন্তী রানী সরদার( হরিণ), নীলিমা চক্রবর্তী( মাইক),রওশনারা মারুক( টেলিফোন), জযন্তী রায় (টেবিলঘড়ি) ও বিজলী বেদ্য'র( দোয়াত কলম) প্রতিক। নির্বাচনে নারী প্রার্থীদের বেশি দৌঁড়ঝাপ লক্ষ করা গেছে।
ভোট গ্রহণের সময় ও পরবর্তী পর্যায়ে নিরাপত্তা'র বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, ভোটাররা যাতে নিরাপদে ও নির্ভয়ে ভোট দিতে পারে তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বুথ সহ কেন্দ্র পরিদর্শন করে
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, সিসি ক্যামেরারা আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনের দুটি বুথে ইভিএম পদ্ধতিতে ভোটাররা নিবিঘ্নে ভোট প্রদান করবেন।
0 coment rios: