![]() |
জাতীয় কন্যা শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত |
পাইকগাছা অফিস::পাইকগাছা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে " জাতীয় কন্যা শিশু দিবস " উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইন্সট্রাক্টর রিসোর্সসেন্টার মোঃ ঈমান উদ্দিন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান এর সঞ্চালনায় বক্তৃতা করেন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান, পিআইও ইমরুল কায়েস, এসডি সংস্থার সভাপতি জিএম হাবিবুর রহমান, সাংবাদিক আলাউদ্দীন রাজা, ইউপি সদস্য মোঃ মোবারেক গাজী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
0 coment rios: