![]() |
পাইকগাছায় জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত |
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।
স্বাগত বক্তৃতা করেন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ। দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মৎস্য- মোঃ টিপু সুলতান, সমবায় - বেনজির আহমেদ, সমাজসেবা- সরদার আলী আহসান, পরিবার পরিকল্পনা- মোঃ আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন ও শাহজাদা মোঃ আবু ইলিয়াস, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, সাংবাদিক স্নেহেন্দু_বিকাশ, আঃ আজিজ ও মোঃ হাসেম, ইউপি সদস্য_মঙ্গল চন্দ্র মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, ইউপি সচিব শেখ মিরাজুল ইসলাম, আরিফ বিল্লাহ, ইকবাল হোসেন, বেল্লাল হুসাইন, সঞ্জিব ঘোষ সহ গ্রাম পুলিশবৃন্দ । সভা শেষে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ভূমিকা রাখায় গ্রাম পুলিশদের পুরস্কৃত করেন অতিথিবৃন্দ।------
0 coment rios: