![]() |
পাইকগাছায় পল্লী বিদ্যুত'র নির্বাচনে পরিচালক পদপ্রার্থী মুনছুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় |
দেশ প্রতিবেদক, পাইকগাছায় আগামী ৭ নভেম্বর-২২ খুলনা পল্লী বিদ্যুত সমিতির এলাকা পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী অবঃ সেনা সদস্য মুনসুর আলী সরদার সকলের কাছে দোয়া-আর্শীবাদ কামনা করে শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
মত বিনিময়কালে উপস্থিত ছিলেন, ষোলআনা সমবায় সমিতি লিঃ সভাপতি জি এম শুকুরুজ্জামান, সহ সভাপতি সোহেল রাসেদ জনি, কোষাদক্ষ মোঃ মোশারাফ হোসেন, সদস্য হাবিবুর রহমান সহ অনেকে।
সভায় পরিচালক পদপ্রার্থী মুনসুর আলী সরদার বলেন, আমি দীর্ঘদিন সেনাবাহিনীতে চাকরী করেছি। অবসর জীবনে উপজেলা ও পৌর সভার আনুমানিক ৫৯ হাজার পল্লী বিদ্যুৎ এর গ্রাহকদের সেবা করার ওয়াদা করে তিনি মাছ প্রতিকে ভোট প্রার্থনা করেন।
0 coment rios: