![]() |
পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে দোকানদারের মৃত্যু |
পাইকগাছা অফিস::পাইকগাছায় বিদ্যুতায়িত শাটারের স্পৃষ্টে প্রবীর সাধু (৪৫) নামে এক মোদি দোকানীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের বাসিন্দা।
বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মালা মাল গুছিয়ে বাড়ীতে আসার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। দোকানের শাটার নামিয়ে তালা দিয়ে বাড়ী ফিরবে কিন্তু শার্টার টানতেই বিদ্যুৎ শটের ধাক্কায় পার্শ্বে অয়ালে আঘাত লেগে গুরুতর আহত হয়।
স্থানীয় দোকানদারা আহত প্রবীর সাধু কে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। বৃহস্পতিবার স্থানীয় শ্মশানে তাকে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
0 coment rios: