![]() |
পাইকগাছায় ৩ গ্রামের ১৫৯ জন হতদরিদ্র পেলেন ঋণ সহায়তা উদ্বোধন করেন লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। |
পাইকগাছা অফিস::পাইকগাছায় অর্থ মন্ত্রালয়ের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এফডিএফ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সহায়তায় ৩ গ্রামের ১৫৯ জন সহায় সম্বলহীন হতদরিদ্রের মাঝে ঋণ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা লস্কর ইউনিয়নের খড়িয়া লেবুবুনিয়ারচক সার্বজনীন মন্দির কমিটি আয়োজিত এককালিন আর্থিক ঋণ সহায়তা লেবুবুনিয়া, মিনহাজ চক ও গোয়ালবাড়িয়া চকের হতদরিদ্র ১শ ৫৯ জনকে প্রধান অতিথি হিসাবে প্রত্যেককে ৯ হাজার টাকা প্রদান করেন লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা এসডিএফ কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা সিও গোলাম শরফুদ্দীন, সিএফসি এমদাদুল হক, ডিইও মিজানুর রহমান, সিএফ ইলিয়াস হোসাইন ও দায়িত্ব প্রাপ্ত সিএএফ আশিকুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ কুমার মন্ডল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
0 coment rios: