পাইকগাছা অফিস::পাইকগাছায় ৫শ গ্রাম গাঁজা সহ প্রসেনজিৎ মন্টা (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার দেলুটি ইউনিয়নের হাটবড়িয়া গ্রামের সমারেশ মন্ডলের ছেলে। তার নামে থানায় মাদক মামলা হয়েছে।
মঙ্গলবার সকালে আটককৃত ব্যক্তিকে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরির্দশক তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদে সোমবার সন্ধ্যায় দেলুটি ইউনিয়নের দারুলমল্লিক ওয়াপদা রাস্তার উপর মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদ পাই।
এ সময় দেলুটি ক্যাম্প পুলিশের সহতায় হাটবাড়িয়ার সমারেশ মন্ডলের ছেলে প্রসেনজিৎ মন্ডলকে ৫শ গ্রাম মাদক (গাঁজা)সহ আটক করা হয়। থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, মাদকদ্রব্য অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
0 coment rios: