Saturday, 19 November 2022

পাইকগাছা থেকে জয় নামে এক যুবক নিখোঁজ

 পাইকগাছা থেকে জয় নামে এক যুবক নিখোঁজ 

পাইকগাছা অফিস ::পাইকগাছা থেকে জয় ব্যানার্জী (২১) নামে এক যুবক হারিয়ে গেছে। সে পার্শ্ববর্তী তালা উপজেলার খেশরা ইউনিয়নের রাজাপুর (মেশারডাঙ্গা) গ্রামের সুদর্শন ব্যানার্জী ও চম্পা ব্যানার্জী'র ছেলে। নিখোঁজ এর পরিবার জানিয়েছে জয় মানসিক ভাবে অসুস্থ।  

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পাইকগাছা পৌরসদরের সরল জিরোপয়েন্ট এলাকা থেকে  সে হারিয়ে যায়। মানসিক ভাবে অসুস্থ হলেও জয় নাম-ঠিকানা বলতে পারে বলে তার মা চম্পা জানান। তার উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, পরণে ছিল লাল শার্ট এর উপর মশে রং শীতের টুপি ওয়ালা শুয়েটার (হুডি) ও জিন্সের প্যান্ট। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া না যাওয়ায়  তার পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে বিষয়টি থানা পুলিশ কে অবহিত করা হয়েছে। 

যদি কেউ তার সন্ধান পায় তাহলে তার পরিবার ও থানা পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের  মোবাইল নম্বর: ০১৩২০১৪০৩২৬ (পাইকগাছা থানা), ০১৭৩৪৮৭৮৯১৫ (সুনিল ব্যানার্জী), ০১৯২২৩০৪৭০৪ (নীল)।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: