ওপেন হাউজ ডে-সভায়-পাইকগাছার গড়ইখালীতে মাদক-জুয়া,চুরি ছিনতাই বাল্যবিয়ে বন্ধের শপথ গ্রহন
ইউপি চেয়ারম্যান জি,এম আব্দিস ছালাম কেরু'র সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন ওসি মোঃ জিয়াউর রহমান, বাইনবাড়ীয়া ক্যাম্প পুলিশের আইসি রাকিবউদ্দীন, প্যানেল চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র মন্ডল, আলহাজ্ব আয়ুব আলী।
শিক্ষক গনেশ চন্দ্র মন্ডলের পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবঃ প্রধান শিক্ষক দীলিপ কুমার সানা,অবঃ শিক্ষক অনিল কৃষ্ণ মন্ডল, প্রধান শিক্ষক রথিন্দ্র নাথ মন্ডল, মনোজ বর্মন,বিভাষ চন্দ্র বাছাড়,মাদরাসা সুপার মাওঃ আঃ হামিদ,আ'লীগ নেতা আঃ সাত্তার নন্তু ইউপি সদস্য এসএম আয়ুব আলী,অচিন্ত কুমার সরদার, যমুনা বৈদ্য,শিউলী মনি,নাছিমা আক্তার,সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম,শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, বিকাশ মন্ডল, শামিম শেখ,খায়রুল ইসলাম,তহমিনা বেগম,রাবেয়া বেগম, শিক্ষক লক্মীকান্ত সরকার, নির্মল মন্ডল, নবদ্বীপ কুমার সানা,তাপস ঢালী,সমীরন মন্ডল সহ অনেকেই বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
0 coment rios: