![]() |
পাইকগাছায় ২১ কচ্ছপ উদ্ধার ও অবমুক্ত সহ ব্যবসায়ী কে জরিমানা |
পাইকগাছা অফিস ::পাইকগাছার পৌর সদরের সরল বাজারে অবৈধভাবে কচ্ছপ বিক্রয়কালে এক কচ্ছপ ব্যবসায়ী কে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এসময়ে ২১টি কচ্ছপ জব্দ করা হয় এবং "বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২" মোতাবেক সরল ৫নং ওয়ার্ডের বাসিন্দার মনোরঞ্জন মন্ডলকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও উদ্ধারকৃত কচ্ছপগুলো সরল দীঘির পুকুরে অবমুক্ত করা হয়।
ভ্রাম্যমান আদালত চলাকালে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ টিপু সুলতান, পুলিশের উপ-পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম, নিরুপম নন্দী ও ব্রজ কিশোর, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, আনসার সদস্য মোঃ ফয়সাল হোসেন, রাকিব ও শচিন উপস্থিত ছিলেন।
0 coment rios: