Monday, 21 November 2022

শীতের শুরুতেই চোরেরা যেন বেপরোয়া: পাইকগাছায় একের পর এক চুরিতে জনমনে চোর আতঙ্ক


পাইকগাছা অফিস::পাইকগাছায় আবারো চুরির ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল তৎপরতা লক্ষ্য করা গেলেও  একের পর এক চুরির ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে চোর আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ চুরির সাথে জড়িতদের আটক ও চুরি হওয়া মালামাল উদ্ধার করতে না পারার জনমনে চুরি শঙ্কা বাড়ছে। শীতের শুরুতেই চোরেরা যেন বেপরোয়া হয়ে উঠেছে। এদিকে রবিবার রাতে থানায় অফিসার ইনচার্জ মো: জিয়াউর রহমান এর নেতৃত্বে চুরিসহ উপজেলার আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে থানার সকল অফিসারদের নিয়ে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, ১৯ নভেম্বর শনিবার রাতে উপজেলার গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। 

চোরেরা স্কুলের একটি পানির মোটর, বিদ্যুৎ এর তার ও নির্মাণাধীন ভবনের ১২টি পানির ট্যাব, টুলবক্স ও দেড় কয়েল মোটা তার চুরি করে নিয়ে গেছে। ১৮ নভেম্বর শুক্রবার রাতে গদাইপুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের উত্তর পাশের জানালার গ্রিলের পাত ভেঙে ভিতরে ঢুকে দরজার তালা ভেঙে সোলার প্যানেলের ২টি ব্যাটারি, ১১টি বৈদ্যুতিক বাল্ব, ১৫ টি পানির ট্যাপ এবং ১টি কাঠের তৈরি দান বাক্স এর টাকা চুরি করে নিয়ে যায়। 

১৪ নভেম্বর সোমবার রাতে ২৫ নম্বর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। বিদ্যালয়ের দুইটি ভবনের ৫টি তালা ভেঙে চোরেরা দুটি সোলার প্যানেলের ব্যাটারি, পানি উত্তোলনের মোটর, বদনা, টয়লেটের প্রায় ৩০টি ট্যাব, পাইপ ও পাশে মন্দিরের টিউবওয়েলের মাথা চুরি করে নিয়ে গেছে। এর আগে ৩০ অক্টোবর রাতে পাইকগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ালীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টুর শিববাটী ব্রিজ রোডের বাড়িতে বারান্দার লোহার গেট ও ঘরের দরজা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। 

চোরেরা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় দশ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এঘটনার দু'দিন পর পৌরসভার সরল ৫নং ওয়ার্ডের বাসিন্দার কসমেটিক ব্যবসায়ী মিন্টু ও মনিরুল ইসলাম এর বাড়ি চুরি হয়েছে বলে কাউন্সিলর রবি শংকর মন্ডল জানান। ঘূর্ণিঝড় সিত্রাং এর রাতে লস্কর ইউনিয়নের আলমতলার সারিনকো কোম্পানির সন্নিকটে শিবসা নদীর চরে অবস্থান রত তিনটা নৌকার মূল্যবান যন্ত্রাংশ ও রাশিয়ান পিতলের ফ্যান এবং পৌর বাজারে দু'টি চায়ের দোকানে চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় পাইকগাছা থানায় অভিযোগ হয়েছে। 

এসব চুরির ঘটনায় থানার অফিসার ইনচার্জ মো: জিয়াউর রহমান জানান, চুরিসহ উপজেলার আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে গতকাল রাতে থানার সকল অফিসারদের নিয়ে জরুরী বৈঠক হয়েছে। আজ রাত থেকে বিশেষ অভিযান চলবে। চুরির সংগে জড়িত চক্রটিকে গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: