![]() |
পাইকগাছায় বিএনপি'র স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলাম এর ৪র্থ মৃত্যু বার্ষকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত |
পাইকগাছা অফিস :পাইকগাছায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী দক্ষিণ বঙ্গের সিংহ পুরুষ তরিকুল ইসলাম এর ৪র্থ মৃত্যু বার্ষকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে চারটায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডা: আব্দুল মজিদ। সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক এ্যাড. জিএম আব্দুস সাত্তার।
সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন, বিএনপি নেতা মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকী, মোস্তফা মোড়ল, আব্দুল মজিদগোলদার, মনিরুজ্জামান মনি মোল্ল্যা, শেখ আনারুর ইসলাম, মেছের আলী সানা, গাজী মুজিবুর রহমান মফিজুল ইসলাম টাকু, আবু মুছা সরদার, এম এম মোহর আলী, আজারুল গাজী, বি এম আকিজ উদ্দীন, জি এম রহমত, মনিরুজ্জামান মনি, সরজিৎ ঘোষ দেবেন, হুরাইরা বাদশা, আরিফুল ইসলাম, রাসেল হোসাইন, নজরুল ইসলাম, অধির মন্ডল, সুজায়েত হোসেন, আনিছ বিশ্বাস, আব্দুস ছালাম মোড়ল, আব্দুল হান্নন, আব্দুস কুদ্দুস, আসাদুজ্জামান মামুন, মইফুল ইসলাম, মোস্তাকিম গাজী, মাসুম হাজরা, বাচ্চু সানা, ফরাদ হোসেন লিটু, গাজী জামিনুর রহমান রানা, মিজানুর রহমান কিনা, শামীম আহম্মদ, সামাদ হাসান, সুফিয়ান গোলদার, মমিন মোড়ল, জুয়েল রানা, আব্দুল কুদ্দুস, আমিনুর, মুঞ্জুরুল সরদার, তপন দিপংকর শিকদার, ইকরামুল, হাবিবউল্লাহ, আলামীন, নয়ন, ওবাইদুল্লাহ, আরমান, শামীম মোরশেদ, ওমর মারুফ, মাসুম জুয়েল মাহাবুব রাকিব, শাকিল, বাহারুল, জুয়েল, স্বধীন, মুন্না, আরিফ, বাচ্চু মিরাজ সহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এক ই স্থানে জাতীয়তাবাদী ছাত্রদল পাইকগাছা উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার আয়োজনে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নানের সহধর্মীনির রোগ মুক্ত ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়।
0 coment rios: