![]() |
পাইকগাছায় জমিতে বালি ভরাটকালে বৃদ্ধকে মারপিট করার অভিযোগ |
স্নেহেন্দু বিকাশ, পাইকগাছায় রেকর্ডীয় জমিতে বালি ভরাটকালে প্রতিপক্ষের হামলা-মারপিটে আঃ রাজ্জাক গাজী (৬৮) নামের এক বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে চাঁদখালী ইউপির কমলাপুরস্থ পাইকগাছা-কয়রা সড়কের পাশ্বে এ ঘটনা ঘটেছে।
বৃদ্ধ আঃ রাজ্জাক গাজীর ছেলে মাওঃ ইকবাল হোসেন জানান,শুক্রবার সকালে আব্বার নামে বন্দোবস্তকৃত বি,আর,এস ১২৯ খতিয়ানের ১৪ দাগে রেকডকৃত ২৮ শতক জমিতে বালি ভরাট কাজ চলচ্ছিল। ইকবাল হোসেন অভিযোগ করেন বালি ভরাটকালে স্থানীয় আজিজ গাজীর ছেলে আলী আকবর,সেলিম, তোফাজ্জল গাজী ও মনছুর সহ অনেকে বাঁধা দিয়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে মারপিট করে ক্ষয়ক্ষতি করেন।
এতে আঃ রাজ্জাক ও তাকলিমা দম্পতি, মাওঃ ইকবাল গাজী মারপিটের স্বীকার হয়। বর্তমানে বৃদ্ধ রাজ্জাক গাজীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা'র প্রস্তুতি চলচ্ছিল। ঘটনাস্থলে পুলিশ পাঠানো'র কথা বলে ওসি মোঃ জিয়াউর রহমান জানান, এ জমির বিরোধ নিয়ে ইতোপূর্বে এক পক্ষ থানায় জিডি করছিল।
0 coment rios: