![]() |
পাইকগাছায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত |
পাইকগাছা অফিস ::পাইকগাছায় জাতীয় বিজ্ঞানও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিকাল ৪ টায় বিজ্ঞান সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর এর সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তৃতা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ।
এসময়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান,ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, ইন্সট্রাক্টর রিসোসসেন্টার মোঃ ঈমান উদ্দিন,পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ সহ উপজেলা বিজ্ঞান ক্লাবের সদস্যগণ, বিভিন্ন স্কুল ও কলেজের বিজ্ঞান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। কুইজ প্রতিযোগীতায় প্রথম কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল, দ্বিতীয় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছেন পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়।
0 coment rios: