![]() |
পাইকগাছায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত |
পাইকগাছা অফিস ::পাইকগাছায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় বেসরকারি মানবাধিকার সংস্থা নাগরিক উদ্যোগ এ উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। নাগরিক উদ্যোগ এর বিভাগীয় সমন্বয়কারী মোঃ রফিকুল ইসলাম সভায় স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন।
সম্মানিত আলোচকবৃন্দ ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, মানবাধিকার কর্মী এ্যাডঃ শফিকুল ইসলাম কচি। প্রাথমিক বক্তব্য উপস্থাপন করেন জেলা ভল্টিয়ার জয়দেব দাস ও চেইঞ্জ এজেন্ট সুকলা মিশ্র। উন্মুক্ত আলোচনায় আমন্ত্রিত ছিলেন এডভোকেসি নেটওয়ার্ক , সিএসও ও সিবিও, প্রকল্পের চেইঞ্জ এজেন্ট এবং স্থানীয় গণমাধ্যম কর্মী।
0 coment rios: