![]() |
পাইকগাছার দেলুটিতে মাটির রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। |
পাইকগাছা অফিস :পাইকগাছা উপজেলার অধিক দুর্যোগ ঝুঁকিপূর্ণ দ্বীপ-বেষ্ঠিত দেলুটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় ও ৩নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে মাটির রাস্তা উঁচুকরণ ও মেরামত কার্যক্রমের
উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি ক্ষুদ্র পরিসরে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম কাজের বিনিময়ে অর্থ কর্মসূচির আওতায় পূর্ব বেঁড়িবাঁধের ৫ নং গেট হইতে পশ্চিম অভিমুখে দেলুটি ইউনিয়নের শেষ সীমানা হরিপদ মন্ডলের বাড়ি পর্যন্ত মোট ২৯৫০ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট প্রস্থ ও ২ ফুট উচ্চতার রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডল।
এ সময় ইউপি সদস্য চম্পক বিশ্বাস, লক্ষ্মী রানী সরকার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শাহাদাৎ হোসেন রানা, জহিরুল ইসলাম, মামুনুর রশিদ, প্রতিমা ঢালী, শাওন মালাকার, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 coment rios: