![]() |
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত শিক্ষক রফিকুল ইসলামের খোঁজ খবর নিচ্ছেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা |
পাইকগাছা অফিস:পাইকগাছায় তুচ্ছ ঘটনায় ভাড়াবাড়ীতে মোঃ রফিকুল ইসলাম গাজী (৪৩) নামে এক স্কুল সহকারী শিক্ষককে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'র পূর্বদিকে ৬ নং ওয়ার্ডস্থ বাতিখালীর ভাড়াটে বাড়ীতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সহকারী শিক্ষক মারপিটের ঘটনায় উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ সহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রতিবাদ জানিয়ে ঘটনার বিচার দাবী করেছেন। আহত শিক্ষক রফিকুল উপজেলার চাঁদখালী ইউপির কেডি সাহাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তিনি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষক রফিকুল ইসলামের স্ত্রী তাছলিমা আক্তার পিয়া জানান, রবিবার রাত ১০ টার পর ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী মিলে টিভি'তে বিশ্বকাপ ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠান দেখছিলাম। এ সময় পাশের রুমে বাচ্চাদের পড়াশোনার সময় উচ্চ শব্দকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বাড়ির মালিক আব্দুল্লাহ মামুন আমাদের বাসার সামনে এসে গালমন্দ করতে থাকে।
এ সময় স্বামী রফিকুল গালমন্দের কারণ কি এ বলে প্রতিবাদ করলে শাহরিয়ার আহম্মেদ নামে আরোও এক ব্যক্তি আমার বাসার গেট খুলতে বলেন। আমি গেট খোলা মাত্রই ওরা দু'জন ছো-মেরে রফিকুলকে ঘর থেকে বের করে কিল-ঘুষি ও লাথি মেরে ফেলে দিয়ে গলাটিপে ধরে।
এক পর্যায়ে ধাক্কা মেরে স্বামীকে পাকা ওয়্যালে আঘাত করলে মাথা সহ ডান পায়ে'র আঙ্গুল জখম হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন জানান, ঠেকাতে গিয়ে আমি সহ শহীদ নামে এক ব্যাংকার আঘাতপ্রাপ্ত হই। ঘটনার পর অহত শিক্ষক রফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ দাশ, মোঃ আসাদুজ্জামান ও মোঃ আলমগীর হোসেন সহ শিক্ষকবৃন্দ আহত শিক্ষক রফিকুল ইসলাম কে হাসপাতালে দেখতে যান এবং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম থানা পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন। অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, শিক্ষক মারপিটে জড়িতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
0 coment rios: