![]() |
পাইকগাছায় কপোতাক্ষ, গুণখালী, দেলুটি ও শিবসা'র উপকূলে হাজারো পূণ্যার্থীদের আগমনে " শ্রীশ্রী রাধাকৃষ্ণের রাস যাত্রা রাস পূর্ণিমার পূণ্য স্নান " অনুষ্ঠিত |
শিববাটি রাস মন্দির অঙ্গণে পাইকগাছা পৌরসভাস্থ উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ী, বাতিখালী হরিতলা পূজা মন্দির, বাজার পূজা মন্দির, শিববাটি পূজা মন্দির, শিববাটি পূর্বপাড়া পূজা মন্দির ও সরল গোপালপুর দাশপাড়া পূজা মন্দিরের যৌথ উদ্যোগে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস যাত্রা রাস পূর্ণিমা উপলক্ষে রাস মেলা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। উদ্বোধক ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন,
নৃপেন্দ্রনাথ মন্ডল, বিজন সানা, বিভূতি সানা, যুবলীগের আজিজুল হাকিম, মৃনাল সানা, তরুণ মন্ডল, বিরাজ সানা, অজিত মন্ডল, দুলাল সানা, কোমল কান্তি মন্ডল, বিষ্ণুপদ মন্ডল, বিক্রম সানা, মনোতোষ বৈদ্য, ছাত্রলীগের রায়হান পারভেজ রনি প্রমুখ।
পূজাস্বপন চক্রবর্ত্তী'র পরিচালনায় সকাল ৭ টায় শ্রীশ্রী রাধাকৃষ্ণেরর পূজা,৮ টায় অঞ্জলি, ৯টায় শিববাটি মন্দির সম্মুখস্থ শিবসা নদীর উপকূলে পূণ্যস্নান এবং স্নানান্তে প্রসাদ বিতরণেরর মধ্য দিয়ে রাস উৎসবের সমাপ্তি ঘটে।
দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, রাস উৎসব উপলক্ষে দেলুটির দারুন মল্লিক হাপড়খালী নদী, দেলুটি-জিরবুনিয়া নদী, বিগরদানা ও কালিনগর নদীতে সনাতন ধর্মাবলম্বীরা শ্রীশ্রী রাধাকৃষ্ণের রাস যাত্রা রাস পূর্ণিমার পূণ্য স্নান " অনুষ্ঠিত হয়েছে।
লতার ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস বলেন, লতায় ঐতিহ্যবাহী কাঠামারি রাস কমিটির উদ্যোগে ৫১তম রাস উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণখালীতে পূণ্য স্নান ও নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
0 coment rios: