![]() |
পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপি প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত, অসুস্থ নেতৃবৃন্দের সুস্থা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত |
পাইকগাছা অফিস ::পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপি প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত, অসুস্থ নেতৃবৃন্দের সুস্থা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলার দলীয় কার্যালয়ে উপজেলা
ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহরম গাজী মিজানুর রহমান মন্টু, সহ-সভাপতি আইনজীবী টিএম মঈন উদ্দিন, গাজী আমিনুর রহমান, সরদার আব্দুল মতিন, যুবনেতা আমজাদ গোলদার রহমান শাহদাত হোসেন ডাবলু মাতা আনোয়ারা বেগম, আবু জাফর, উপজেলা, পৌরসভার সকল গনতন্ত্র আন্দলোনের মৃত্যু নেতৃবৃন্দের মাগফিরাত কামনায় ও উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এনামুল হকের মাতা মেহেরুন্নেসা ও ও যুবদল নেতা রায়হান পারভেজ টিপুর পিতা কপিল উদ্দিন সানা, সহ গণতন্ত্র আন্দোলনের আহত অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির আহবায়ক এ্যাড. আব্দুস সাত্তার, সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, আবুল হোসেন, আব্দুল মজিদ গোলদার, শেখ আনারুর ইসলাম, আসাদুজ্জামান খোকন, মেছের আলী সানা, গাজী মুজিবুর রহমান, আবু মুছা সরদার, সায়েদ আহম্মদ, এম এম মোহর আলী, আজারুল গাজী, বি এম আকিজ উদ্দীন, জি এম রহমত, সরজিৎ ঘোষ দেবেন, মনিরুজ্জামান, মুনছুর আলী গাজী, নজরুল ইসলাম, রায়হান পারভেজ টিপু, আব্দুস ছালাম মোড়ল, সুজায়েত হোসেন, আকরাম জোয়াদ্দার, হুরাইরা বাদশা, গোলাম রব্বানী, আনিছ বিশ্বাস, মাসুম হাজরা, নূর আলী গোলদার, মিজানুর রহমান কিনা, আয়ূব মোল্ল্য, শহিনুর মোড়ল, আলমগীর, কারুজ্জামান, বাবুল সরদার, মজিদ গাজী, মোমিন মোড়ল, বেল্লাল গোলদার, শেখ জুলফিক্কার, মুরাদ হোসেন, মোয়াজ্জেম হোসেন, সায়েদ আলী সরদার, দিপংকর শিকদার, আব্দুস কুদ্দুস, আব্দুল হান্নান, আমিনুর ইসলাম ফরাদ হোসেন লিটু, আইনজিবী মাহমুদুল হক, সম নজরুল, গাজী জামিনুর রহমান রানা, ওয়াজেদ গাজী, রাশেদুজ্জামান, মতলেব গাজী, ইকরামুল, নাজমুল হোসেন, শাহিনুর গাজী, শান্ত হোসেন প্রমুখ।
0 coment rios: