![]() |
পাইকগাছায় লতার কাঠামারীতে রাস মেলা উপলক্ষে নৌকা বাইচ এর পুরস্কার বিতরন করেন-এমপি বাবু |
এ উৎসব উপলক্ষে দুপুরে লতার কাঠামারীতে ৫১ তম রাস উৎসবে বিভিন্ন কর্মসূচির মধ্যে গুনোখালী নদীতে নৌকা বাইচ হয়। বাইচ এর পর আয়োজক কমিটির সভাপতি কুমারেশ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বিজয়ী ও রানার্সআপ নৌকা বাইচ দলকে পুরষ্কার বিতরণ করেন। অন্যদিকে লতা বাজারে ৩৫ তম রাস উৎসবের পৃথক কর্মসুচিতে সভাপতিত্ব করেন অসীম কুমার ঢালী। পৃথক দু'টি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আক্তারুজ্জামান বাবু।
বিশেষ অতিথির উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য মোঃ রবিউল ইসলাম, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপজেলা কৃষক লীগের সদস সচিব সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম,,উপজেলা আ'লীগের সাবেক সদস্য দীপক মন্ডল,সুকৃতি মোহন,স্নেহেন্দু বিকাশ, লতা আ' লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক নির্মল বৈদ্য, মঙ্গল মন্ডল,স্থানীয় ইউপি সদস্য পুলকেশ রায়,মোঃ শওকত হাওলাদার, ফেরদৌস ঢালী,
রিনা পারভীন, বাবলু সরদার, কুমারেশ মন্ডল, স্বপন মন্ডল, সাবেক ইউপি সদস্য সুপদ রায়,প্রদীপ মহলদার প্রভাষক গৌতম মিস্ত্রি, মহিলা আ' লীগের নাজমা কামাল, শেখ জুলি,যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম,গৌতম রায,মৃগাঙ্গ বিশ্বাস,দীপংকর মন্ডল, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, সাব্বির রহমান, দীপায়ন বিশ্বাস, বাদশা,রসূল, সহ অনেকে।
0 coment rios: