![]() |
পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আলোচনা সভা |
পাইকগাছা অফিস :পাইকগাছায় আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সভাপতি প্রভাষক মোমিন উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক পরিমল কুমার সাধুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় বিএমএ'র দপ্তর সম্পাদক ও জেলা আওয়ামীলীগ নেতা ডাঃ মুহাঃ শেখ শহীদউল্লাহ ও সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, প্রভাষক আঃ ওহাব বাবলু, অধ্যক্ষ মাসুম বিল্লাহ, প্রভাষক রতন কুমার দত্ত, ব্যাংকার চিত্ত রঞ্জন মন্ডল, স্নেহেন্দু বিকাশ, প্রধান শিক্ষক সৌরভ রায়, মাদরাসা শিক্ষক আব্দুল গফুর, প্রকাশ ঘোষ বিধান, মিলন রায় চৌধুরী, আসাদুল ইসলাম, পঞ্চানন সরকার, প্রকৌশলী নাজমুস ছায়াদত জয সহ অনেকে।
0 coment rios: