Wednesday, 14 December 2022

পাইকগাছায় মসজিদের ছাদ থেকে বন্দুক,গুলি, হাত বোমা সহ জিহাদী বই উদ্ধার

 পাইকগাছায় মসজিদের ছাদ থেকে  বন্দুক,গুলি, হাত বোমা সহ জিহাদী বই উদ্ধার 


পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা :পাইকগাছায় মসজিদের ছাদ থেকে অস্ত্র-গুলি সহ জিহাদী বই উদ্ধার করা হয়েছে। থানা পুলিশ জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল উত্তরপাড়া জামে মসজিদের ছাদের উপর থেকে চটের ব্যাগে মোড়ানো অবস্থায় দেশীয় তৈরী ২টি বন্দুক, ২ রাউন্ড বন্দুকের তাজা গুলি ও বালতি ভর্তি ৮টি হাত বোমা, জামায়েত ইসলামীর নামে লিফলেট সহ কিছু জিহাদী বই  উদ্ধার করা হয়।

 পাইকগাছায় মসজিদের ছাদ থেকে  বন্দুক,গুলি, হাত বোমা সহ জিহাদী বই উদ্ধার 


এ সময় থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, এসআই আনজীর হোসেন, চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস উপস্থিত ছিলেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।  

থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, ভোর ৫টার দিকে একজন মুক্তিযোদ্ধা ও ইউপি সদস্যের মাধ্যমে সংবাদ পাওয়া মাত্রই স্থানীয় ফোর্স নিয়ে এসব অস্ত্র, গুলি ও জিহাদী বই উদ্ধার হয় । তিনি আরোও বলেন, কোন সন্ত্রাসী দল বা বাহিনী নাশকতা বা খারাপ কাজে এসব অস্ত্র-গুলি জড়ো করেছিল কিনা তা অনুসন্ধানে পুলিশ তৎপর রয়েছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: