Sunday, 25 December 2022

পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে যীশু খ্রিস্টেরজন্মদিন পালিত

পাইকগাছা কেন্দ্রীয় ক্যাথলিক খ্রিস্টান মিশনে স্ব-পরিবারে উপস্থিত থেকে কেক কেটে বড়দিনের শুভ সূচনার মাধ্যমে খ্রিস্টান ধম্বালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বড়দিনের আনন্দে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম

পিসিমন্ডল, পাইকগাছা::পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে যীশু খ্রিস্টের জন্মদিন ও খ্রিস্টান ধম্বালম্বীদের বড় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে। গত দু'দিনপাইকগাছা কেন্দ্রীয় ক্যাথলিক খ্রিস্টান মিশন সহ বিভিন্ন মিশনগুলো দেখা যায়  আলোক সজ্জায় সজ্জিত করা হয় গীর্জা ও মিশন প্রাঙ্গন। এদিবসটিকে কেন্দ্র করে দিনব্যাপী উপজেলার ২৪টি গীর্জা, মিশনে বাইবেল পাঠ, বিশেষ প্রার্থনার , পাশাপাশি খ্রিস্ট বাড়িতে বাড়িতে আল্পনা দিয়ে সাজানো হয়েছে প্রতিটি আঙিনা। মিশনের মাঠে বসেছে ছোট-খাটো মেলা। 

মিশনের সামনে স্থাপিত পানির ফোয়ারা নজর কেড়েছে দর্শনার্থীদের। আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। এছাড়া কেক কাটা, প্রীতিভোজ, শুভেচ্ছা বিনিময়য় ও প্রার্থনার মাধ্যমে দিনটিকে উদযাপন করে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন। 

রবিবারে সন্ধ্যায় পৌর শহরস্থ পাইকগাছা কেন্দ্রীয় ক্যাথলিক খ্রিস্টান মিশনে স্ব-পরিবারে উপস্থিত থেকে কেক কেটে বড়দিনের শুভ সূচনার মাধ্যমে খ্রিস্টান ধম্বালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বড়দিনের আনন্দে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও সহকারী অধ্যাপক শাহ মোঃ তারিফ হোসেন, বাংলাদেশ ক্যাথলিক চার্চ ফাদার মার্তিন শংকর মন্ডল, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন পাইকগাছা উপজেলা শাখার সভাপতি আন্দ্রিয় ডি রোজারিও ৷ এরপর পাইকগাছা ক্যাথলিক মিশন মাস্টার ও বড়দিন উদযাপন কমিটির সভাপতি 

পাইকগাছা কেন্দ্রীয় ক্যাথলিক খ্রিস্টান মিশনে স্ব-পরিবারে উপস্থিত থেকে কেক কেটে বড়দিনের শুভ সূচনার মাধ্যমে খ্রিস্টান ধম্বালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বড়দিনের আনন্দে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম

আনান্দ মন্ডল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগষ্টিন সরকারের উপস্থাপনায় এ সময়ে উপস্থিত ছিলেন, থানা এস আই মোস্তাফিজুর রহমান, সুকুমার মাখাল, সেবাষ্টিন মাখাল, রনজিৎ, সবুজ মন্ডল,  নির্মল সরকার, পিটার সরকার, বিমল সরকার , গোপাল সরকার, আন্দ্রিয় গাইন, সুশিলা দাস,‌বিবেক দাস, রিতা সরকার, দেবকী সরকার সহ সকল চার্চের নেতৃবৃন্দ। 

সারাদিন ব্যাপী উপজেলার গদাইপুর , লস্কার, রাড়ুলী, চাঁদখালী, গড়ইখালীসহ  বিভিন্ন ইউনিয়নে অতিথিবৃন্দ , স্ব স্ব চার্চ ও মিশনের কর্মকর্তা গণ বড়দিনের আনন্দ উৎসব মিলিত হন৷ খ্রীষ্টান এসোসিয়েশনের পাইকগাছা- কয়রার সভাপতি আন্দ্রীয় ডি রোজারিও জানান, অত্র এলাকার সবখানেই উৎসবমূখর পরিবেশে বড়দিন উদযাপন হচ্ছে। 

স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা সহ সবধরণের সহযোগিতা করা হচ্ছে। আশা করছি ২৭ ডিসেম্বর পর্যন্ত গৃহীত সকল অনুষ্ঠান মালা ভালভাবেই সম্পন্ন হবে। এদিকে সবাইকে শুভ বড় দিনের শুভেচ্ছা এবং যীশুখ্রিস্টের যে মানবতার বাণী, নীতি আর্দশ, প্রেম মেনে চলার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: