![]() |
পাইকগাছার বগুড়ারচক মাধ্যঃ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত |
পাইকগাছা অফিস:পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের বগুড়ারচক একেপিকেএমএম মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও কৃতি শিক্ষার্থীদেরকে মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বিজন কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান জিএম আঃ ছালাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন, বিদ্যালয় প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ইউপি সদস্য আব্বাস আলী মোল্লা, অবঃ সেনা সার্জেন্ট আঃ রব গাজী, ইউপি সদস্য মোঃ মোমিন উদ্দীন উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজন কুমার ঢালীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য শিক্ষক প্রতিনিধি গোষ্ট বিহারী সানা, অভিভাবক সদস্য মোঃ মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক দেবাশীষ কুমার বাছাড়, সরজু বালা, রনজিৎ মন্ডল, সালমা বেগম, স্বপন কুমার মন্ডল, শুশান্ত কুমার, সীমা রানী, ছাত্র নেতা ফয়সাল আহম্মেদ সহ সাবেক কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ অনুষ্ঠানে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিদ্যালয়ের অতীত সুনাম ফিরিয়ে আনতে দ্রুত ৫ শিক্ষক সংকট পুরণের ব্যবস্থা করে শিক্ষার মান উন্নয়ন ঘটানো, ভবন নির্মাণের যোগাযোগ করা, স্যানিটেশন ব্যবস্থায় পদক্ষেপ নেওয়ার দাবী করেন।
0 coment rios: