Thursday, 12 January 2023

সপ্তদ্বীপার প্রতিষ্ঠা বার্ষিকীতে ১১ গুণীজন সম্মাননা'র জন্য মনোনীত

সপ্তদ্বীপার প্রতিষ্ঠা বার্ষিকীতে ১১ গুণীজন  সম্মাননা'র জন্য মনোনীত
 সপ্তদ্বীপার প্রতিষ্ঠা বার্ষিকীতে ১১ গুণীজন সম্মাননা'র জন্য মনোনীত 

পাইকগাছা অফিস:পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ১৪ জানুয়ারী শনিবার অনুষ্ঠিত হবে। উপজেলার গদাইপুর ফুটবল খেলার মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও পদক প্রদান করা হবে। 

এ বছর গুণীজন সম্মাননায় মনোনীতরা হলেন, উপকূলীয় পরিবেশ সুরক্ষা ও আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখায় পরিবেশবাদী সংগঠণ বনবিবি এর পক্ষ থেকে মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি কে উপকুল বন্ধু সম্মাননা স্মারক, সাংবাদিকতায় মহেন্দ্রনাথ সেন, চিত্রশিল্পী ও ভাস্কর্যে নিহার রঞ্জন ভদ্র, বাংলা সাহিত্যে কবিতায় পঞ্চানন সরকার, বিকাশেন্দু সরকার, এম এ রাজ্জাক, বাংলা সাহিত্যে ছোট গল্পে সুব্রত দেবনাথ, বাংলা সাহিত্যে উপন্যাসে সুব্রত চৌধুরী, হৈম-নরেন্দ্র স্মৃতি পদকে মনোনীতরা হলেন, মুক্তিযুদ্ধ ও সমাজ সেবায় বীর মুক্তিয়েদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, আর্ত মানবতার সেবায় মোঃ ডালিম সরদার, কৃষি উদ্যোক্তা নার্সারী সুকনাথ পাল। 

আগামী শনিবার সপ্তদ্বীপার ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মনোনীত ব্যক্তিদের সম্মাননা ও পদক প্রদান করা হবে বলে সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ জানিয়েছেন। উল্লেখ্য যে, ২০০০ সাল থেকে সংগঠণটি গুণীজন সম্মাননা প্রদান করছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: