Thursday, 12 January 2023

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় এবার প্রাণ গেল শিশু সাব্বির'র

 পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় এবার প্রাণ গেল শিশু সাব্বির'র💬

পাইকগাছা অফিস ::পাইকগাছায় সড়ক দুর্ঘটনা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কোন ভাবেই রোধ করা সম্ভব হচ্ছে না। গত ৩১ জানুয়ারি পাইকগাছা উপজেলার চাঁদখালীর চককাওয়ালী গ্রামের প্রধান সড়কে ইট বোঝাই ট্রলির চাপায় প্রাণ গিয়েছিল ৩ বছরের শিশু কন্যা জান্নাতুলের। এবার সড়কে বেপরোয়া গতির নছিমন চাপায় সাব্বির (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান,  বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার সোলাদানা ইউনিয়নের পার বয়ারঝাপায় আলমগীর হোসেনের ছেলে সাব্বির হোসেন তার দাদির সাথে চারবান্দা বাজার থেকে ফিরবার পথে হাজী দৌলত গাজীর বাড়ির সামনে পৌঁছালে। 

পিচের রাস্তা পার হবার সময় বেকারীর পণ্য বোঝাই দ্রুত গতির নছিমন তাকে চাপা দেয়। গুরুতর  অবস্থায় তাকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক শাকিলা আফরোজ মৃত্যু ঘোষনা করেন। স্থানীয়রা  নছিমন জব্দ করতে পারলেও চালককে আটক করতে পারেনি। মৃত সাব্বিরের দাদা নজরুল গাজী বলেন, ১২ জানুয়ারী  বিকেলে সোলাদানা বাজার থেকে  আমার স্ত্রীর ও সাব্বির ইজিবাইক যোগে এসে বাড়ীর সামনে নেমে পিচের রাস্তা পার হচ্ছিল। 

এমন সময় দ্রুত গতির নছিমন চাপা দিলে সাব্বির গুরুতর ভাবে আহত হয়। দ্রুত  তাকে হাসপাতালে নিলে ডাক্তাররা মৃত ঘোষনা করেন। এ ঘটনায় তিনি থানায় অস্বাভাবিক ম‌ত্যুর অভিযোগ করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম জানান, নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশ ময়না তদন্তের জন্য  খুমেক হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: