Saturday, 14 January 2023

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি : অপসরণের দাবি

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি : অপসরণের দাবি

পাইকগাছা অফিস ::পাইকগাছার রাড়ুলী জনগুরুত্বপূর্ণ একটি সড়কের মাঝে বিদ্যুতের খুঁটির কারণে যাতায়াত ব্যাহত নিত্যদিন। প্রতিনিয়ত  ঘটছে দুর্ঘটনা। সড়কের উপর স্থাপিত ৩টি খুঁটি সরিয়ে নেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি  কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী। 

উপজেলার রাড়ুলী ইউনিয়নের ষষ্ঠীতলা বাজার সংলগ্ন সুধই মোড়লের বাড়ী হতে গোলদার, গাজী ও  দায়পাড়া হয়ে বোরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রয়েছে ১.৭ কিলোমিটার ইটের রাস্তা । রাস্তাটি দেখভাল করে থাকে স্থানীয় সরকার বিভাগ এলজিইডি।  

জনগুরুত্বপূর্ণ এ সড়কের মাঝ বরাবর মৃত আলিম শেখের বাড়ীর সামনে সড়কের উপর  একটি এবং জব্বার ঠিকাদারের বাড়ীর সামনে বিদ্যুতের ৩টি খুঁটি রয়েছে। শিশু  বিশেষজ্ঞ ডাঃ আলহাজ্ব মুহাঃ কওসার আলী গাজী জানান, জনগুরুত্বপূর্ণ এ সড়ক এলাকায়  রাড়ুলী পশ্চিমপাড়া বায়তুন হামদ জামে মসজিদ, আল-হেরা দারুল কুরআন  মাদ্রাসা, আল-হেরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, কাতার চ্যারিটি সোলার পানি  সরবরাহ প্রকল্প, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। 

এলাকার শত শত মানুষ এরাস্তায় দিয়ে যাতায়াত করে থাকে। কিন্তু সড়কের মাঝ বরাবর বিদ্যুতের খুঁটি থাকায় বড় ধরণের কোন যানবাহন এবং মালবাহী কোন  বাহন যেতে পারে না। প্রায় দুর্ঘটনা ঘটে। সড়কে সুন্দর  যাতায়াতের জন্য ৩টি খুঁটি সরিয়ে নেওয়া উচিত। 

এব্যাপারে পল্লী  বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার রেজায়েত আলী জানান, এলাকাবাসীর পক্ষ থেকে  আবেদন পেলেই খুঁটি গুলো সরিয়ে নিরাপদ জায়গায় স্থাপন করা হবে বলে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: