Saturday, 14 January 2023

ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ছেলে-মেয়েদের গড়ে তুলতে হবে: সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ

ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ছেলে-মেয়েদের গড়ে তুলতে হবে:  সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ
শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পাইকগাছা প্রাঙ্গণে রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাণিজ্য মন্ত্রাণলয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। 

পাইকগাছা অফিস::শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পাইকগাছা প্রাঙ্গণে রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে বাণিজ্য মন্ত্রাণলয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হবার পর সব ধর্মের মানুষ যাতে যার যার ধর্ম পালন করতে পারে, বিকাশে কাজ করতে পারে, ভালো মানুষ  হবে বলে ধর্ম নিরপেক্ষতা বলে সংবিধানে সংযোজন করেছিলেন যে পাকিস্তান আমলে ছিল না। 

শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পাইকগাছা প্রাঙ্গণে রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাণিজ্য মন্ত্রাণলয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পাইকগাছা প্রাঙ্গণে রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাণিজ্য মন্ত্রাণলয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। 

বাংলাদেশ দেশের মূল আদর্শ ধর্ম নিরপেক্ষতা, রাষ্ট্র সবাইকে সংরক্ষণ দিবে, যার যার ধর্ম পালন করবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, সবার সন্তানেরা সুশিক্ষা লাভে মানুষ করবে। মানবিক মর্যাদা নিয়ে সব ধর্মের মানুষ বসবাস করবে। আমরা যত ধর্মের বলি সব ধর্মে ভাল ভাল কথা বলা আছে। ধর্ম থেকে শিক্ষা নিয়ে আমরা জীবনে যদি পালন করতে না পারি তাহলে ধর্মের কথা আনন করার মানেই হয় না। 

তিনি বলেন, যোগ্য হয়ে আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে চলতে হবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে প্রত্যেক ছেলে-মেয়ে সে ভাবে গড়ে তুলতে হবে। যারা দেশের জন্য কাজ করবে, নিজের জন্যে কাজ করবে ও সমাজের জন্য কাজ করবে। তাহলে দেখবেন ধর্মের যে শিক্ষা- মানুষ হচ্ছে সবচেয়ে বড়। শীতার্তদের সাহায্যার্থে তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

 শনিবার দুপুরে পৌরসভার সরল ৪নং ওয়ার্ডস্থ শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পাইকগাছা প্রাঙ্গণে রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সহযোগীতায় "শিব জ্ঞানে জীব সেবা" এই মহান বাণীকে ব্রত করে অসহায়, দুস্থ ও গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। সভাপতিত্ব করেন শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পাইকগাছার সভাপতি মনোহর চন্দ্র সানা।

 স্বাগত বক্তৃতা করেন শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পাইকগাছার সাধারণ সম্পাদক জগন্নাথ সানা। শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের উপদেষ্টা প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের উপস্থাপনায় বক্তৃতা করেন শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পাইকগাছার সহ-সভাপতি অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর বাছাড়, সহকারী অধ্যাপক উৎপল কুমার বাইন ও কার্ত্তিক চন্দ্র ঘোষ, প্রভাষক স্বপন কান্তি ঘোষ, বিমল কৃষ্ণ সরকার, নন্দলাল ঘোষ, মোঃ মোমিন উদ্দীন অধ্যক্ষ শিমুল বিল্লাহ, কোষাধ্যক্ষ হেমেন্দ্র নাথ গাইন, উত্তম কুমার ঘোষ, সঞ্জিব রায়, সুনিল মন্ডল, শংকর কর্মকার সহ নানা শ্রেণী পেশার মানুষ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: