![]() |
পাইকগাছার দেলুটিতে সমাজকর্ম এবং শিশু সুরক্ষার গুরুত্ব বিষয়ক অবহিতকরণ সভা |
পাইকগাছা অফিস::পাইকগাছা উপজেলার দ্বীপ-বেষ্টিত দেলুটি ইউনিয়নে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে "কমিউনিটি ডায়ালগ" সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে দেলুটি ইউনিয়ন পরিষদের নারী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সকুমার কবিরাজ, রামচন্দ্র টিকাদার, রবীন্দ্রনাথ মন্ডল, কিংশুক রায়, চম্পক বিশ্বাস, পলাশ কান্তি রায়, রিংকু রায়,বদিয়ার হোসেন, পবিত্র কুমার সরদার, লক্ষ্মী রানী সরকার, বিনতা সরকার, মেরী রানী সরদার, ইউনিয়ন সমাজকর্মী আবু সাইদ, অনিল কুমার মল্লিক, জিতেন্দ্রনাথ ঢালী, মীনা আলাউদ্দিন, জয়ন্তী রায়, নিশীত মজুমদার, প্রসেনজিত মন্ডল, মিঠু, স্মৃতিশ রায়, কমলেশ শীল, সত্য সরকার, কনিকা সরকার, শুক্লা মজুমদার, জয়ন্তী মজুমদার ইউপি সচিব বিজয় কুমার পাল, বুলবুল আহম্মেদ, সদানন্দ গাইন প্রমুখ।
0 coment rios: