খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৩জন ভোটারের সকলেই তাদের ভোট প্রদান করেন। ৩টি পদের বিপরিতে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ৪১ ভোট পেয়ে প্রভাষক ইতি বৈরাগী, ২৭ ভোট পেয়ে সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম ও ২২ ভোট পেয়ে সহকারী অধ্যাপক সরদার আব্দুর রাজ্জাক শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে রির্টানিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন কলেজ অধ্যক্ষ রবিউল ইসলাম। সহকারী ছিলেন, উপাধ্যক্ষ ও জিবি সদস্য এইচএম নজরুল ইসলাম ও সহকারী অধ্যাপক আদিত্য কুমার মন্ডল।
0 coment rios: