![]() |
পাইকগাছায় সাজাপ্রাপ্ত আসামী রুস্তম গ্রেফতার |
পাইকগাছা অফিস::পাইকগাছায় রুস্তম আলী সিকদার (২৮) নামে ১ বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামীকে পুলিশ গ্রেফতার করেছেন। বুধবার দুপুরে পৌরসভার সরকারী বালিকা বিদ্যালয় সংলগ্ন রাস্তা থেকে থানা পুলিশের এএসআই শেখ পলাশ তাকে আটক করেন। সে গদাইপুর ইউনিয়নের তোকিয়া গ্রামের মৃতঃ সোহরাব সিকদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, বরিশাল যুগ্ম দায়রা জজ তৃতীয় আদালতের মামলা নং- ৯১৯/২০১৯ ও সি,আর মামলা নং- ৪২৪/১৮ (সদর) আদালত রুস্তম সিকদারের বিরুদ্ধে ৩১৮ ধারায় দোষী সাব্যস্ত করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও নালিশী চেকে উল্লেখিত ৫ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করে রায় দেন।
আদালতের রায়ের পর থেকে সে পালাতক ছিল। এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পালাতক আসামী রুস্তমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
0 coment rios: