Thursday, 26 January 2023

উৎসবমুখর পরিবেশে পাইকগাছা সহ সারাদেশে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত

উৎসবমুখর পরিবেশে পাইকগাছা সহ সারাদেশে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত

পূর্ণ চন্দ্র মন্ডল ::বর্তমান পূজা উৎসব। পূজা মানেই থিম। ট্র্যাডিশনের সঙ্গে ট্রেন্ড যুক্ত খরে নতুন কিছু করার প্রতিযোগিতা চলছে স্কুল, কলেজ, মন্দির, পাড়ার অলিতে গলিতে। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই সরস্বতী পূজাও। মাটির প্রতিমার সঙ্গে এখন দেখা মিলে থিমের ঠাকুরেরও। বৃহস্পতিবার পাইকগাছা সহ সর্বত্রই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিদ্যাদেবী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। করোনার কারণে বিগত দুটি বছর পূজার সীমাবদ্ধ ছিল। সব প্রতিকূলতা কাটিয়ে এবার যেন প্রাণ ফিরে পেল। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে

এবার পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও হাতেখড়ি, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতিসহ নানা অনুষ্ঠান এবং সকালে ভক্তরা বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন অগণিত ভক্ত। করোনা মহামারী থেকে মুক্তি আর শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফেরার প্রার্থনায় বিদ্যার দেবী সরস্বতীর পূজা করেছেন দেশের সনাতম ধর্মাবলম্বীরা। উৎসবমুখর পরিবেশে সারাদেশে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। এরই ধারাবাহিকতায় পাইকগাছায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বিদ্যা ও শিল্পকলার দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। প্যাণ্ডেল, তোরণ, সাজ সজ্জায় উৎসব মুখর পরিবেশে ছিলো পূজায়। বিভিন্ন স্কুল, কলেজ, বাড়িতে বাড়িতে পূজা মণ্ডপে সরস্বতী পূজার অনুষ্ঠানে শিশুদের হাতখড়ি দেওয়া হয়। 

সকাল থেকেই প্রতিটি পূজামন্ডপে বাণী অর্চনায় সমবেত হন নানা সাজে সজ্জিত নারী-পুুরুষ, আবাল-বৃদ্ধ-বণিতা। আবহমান বাঙালীর অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে হিন্দুদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী মানুষও এ উৎসবে যোগ দিতে দেখা যায়। প্রতিবছর মাঘ মাসের শুল্কপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর আবাহন করা হয়। ঢাকা-ঢোল-কাঁসর আর শঙ্খধ্বনীতে মুখরিত হয়ে ওঠে পাইকগাছার বিভিন্ন পূজামন্ডপ। 

সরস্বতী বিদ্যার ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পূজিত হয়েছেন। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সরস্বতি দেবীর আরাধনা করা হয়। শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় অন্যতম ধর্মীয় উৎসব। 

সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায়। উপজেলার পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, প্রাইমারি স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা কেন্দ্রীয় মন্দির পূজা মন্দির সরল কালিবাড়ী , বিভিন্ন পূজা মণ্ডপে, ক্লাব, পাড়া  ও ছাত্রছাত্রীদের  বাড়িতে বাড়িতে  সরস্বতী পূজা হয়েছে।পূজা শেষে ভক্তরা অঞ্জলি ও প্রসাদ গ্রহণ করেন। পূজার ছাত্র-ছাত্রিদের উপস্থিতিতে মণ্ডপ ছিল মুখরিত।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: