মারপিটে আহত অখিল কুমার হালদার জানান,জমা-জমি নিয়ে স্থানীয় সমারেশ হালদার ও হরিনখোলার শিবপদ কবিরাজ গংদের সাথে বিরোধ চলে আসছিল। তিনি অভিযোগ করেণ ২২ জানুঃ রাত ১ টার দিকে পুর্বশত্রুতার জেরে সমারেশ হালদার ও শিবপদ কবিরাজ, সৈয়দখালীর শহিদুল শেখ গংরা বহিরাগত লোকজন নিয়ে আমার বাড়ীতে অনাধিকার প্রবেশ করে ঘেরা-বেড়া ভাংচুর করতে থাকে।
এ সময় বাঁধা দিলে দুর্বৃত্তরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামল চালিয়ে আমাকে বেধড়ক মারপিট করে আহত করে। এ সময় পরিবারের সদস্যরা ঠেকাতে এগিয়ে এলেও তারাও রেহাই পাইনি। ঘটনার সময় উঠানের ধান তছরুপ হয়। এক পর্যায়ে স্থানীয়রা এগিযে এলে দুর্বৃত্তরা ক্ষয়ক্ষতি করে খড়ের গাদায় আগুন দিয়ে চলে যায়। খবর পেযে ঐ রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে এ সম্পর্কে জানতে চাইলে রাতের ব্যাপার বলে স্থানীয় ইউপি সদস্য পলাশ কান্তি তাৎক্ষনিক ভাবে কোন মন্তব্য চাভনি। এ বিষয়ে থানায় এজাহার দাখিলের কথা বলে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, পুলিশী তদন্ত সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।
0 coment rios: