![]() |
পাইকগাছার কে,ডি শাহাপাড়া সরঃ প্রাথঃ বিদ্যালয়ে আঃ সামাদ সরদার সভাপতি নির্বাচিত |
পাইকগাছার চাঁদখালী'র কে,ডি শাহাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এস,এম,সি'র সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষক মোঃ আঃ সামাদ সরদার। বৃহস্পতিবার বিদ্যালয়ে গোপন ভোটের মধ্যদিয়ে তিনি নির্বাচিত হন। কমিটির ১১ সদস্যের মধ্যে আঃ সামাদ সরদার ( মাছ) প্রতিকে পেয়েছেন-৬ ভোট।
তার প্রতিদ্বন্দ্বী (চেয়ার) প্রতিকের প্রার্থী বিশ্বজিৎ দফাদার পেয়েছেন-৫ ভোট। নির্বাচন শেষে বেলা ১-৩০মিঃ আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ মন্ডল,মোঃ আসাদুজ্জামান, ঝংকার কুমার ঢালী,এসআই আনজীর হোসেন ও বিদ্যালয় প্রধান শিক্ষক কামরুল ইসলাম সহ অনেকে।
0 coment rios: