![]() |
পাইকগাছার চাঁদখালী বাজারে সোসাল ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট এর উদ্বোধন |
পাইকগাছায় সোসাল ইসলামী ব্যাংক লিঃ চাঁদখালী বাজার এজেন্ট আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১২ জানুঃ-২৩ বৃহস্পতিবার সকাল ১০ টায় ভার্চুয়ালী অনুষ্ঠানে সোসাল ইসলামী ব্যাংকের এমডি এন্ড সিউও জাফর আলম এর সভাপতিত্বে উদ্বোধন করেন ব্যাংক এর চেয়ারম্যান ড, মাহবুব উল আলম। পরবর্তীতে দ্বিতীয় পর্বে আলহাজ্ব আঃ সবুর সরদারের সভাপতিত্বে আলোচনা সভার মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু হয়।
এ সভায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন উদ্বোধনকৃত ব্যাংক ম্যানেজার বদরুল হুদা,সিনিয়র অফিসার মোঃ জাইিদুর রহমান, মাসুদ রেজা খান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হবাদুল হক গাইন, বি,এম হাফিজুর রহমান, প্রধান শিক্ষক খায়রুল আলম, আলমগীর কবির বিপ্লব।
স্কুল শিক্ষক মোঃ শাহিন মাহমুদ এর সঞ্চালনায় উদ্বোধনী সভায় আরোও উপস্থিত ছিলেন মাদরাসা সুপার আছাবুর রহমান, শিক্ষক আঃ করিম মোড়ল,ইউপি সদস্য আব্দুল্লাহ,আঃ ছামাদ, মতলেব মালী, মোঃ কাইয়ুম হোসেন,ফাতেমাতুজ জোহরা রুপা, জুলেখা বেগম, তরীফ আকুঞ্জী,বাদসা ফায়সাল সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
0 coment rios: