![]() |
পাইকগাছায় ত্রি-দলীয় প্রীতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনীতে স্কোরপিয়ন ভলিবল একাদশ জয়ী |
পাইকগাছা অফিস :মাদক ও মোবাইল আসক্তি রোধে যুব সমাজ কে উদ্বুদ্ধকরণ ও নতূন বছরের আগমন উপলক্ষে ত্রি-দলীয় প্রীতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় থানা বঙ্গবন্ধু চত্ত্বরে অনুষ্ঠিত প্রীতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম।
এসময়ে উপস্থিত ছিলেন, এস আই মোশাররফ হোসেন, সুকান্ত কর্মকার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও পূর্ণ চন্দ্র মন্ডল, এড. মঞ্জুরুল ইসলাম, প্রশান্ত কুমার ঘোষ সহ অনেকে। ভলিবল টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন এস আই সুকান্তের নেতৃত্বে স্কোরপিয়ন ভলিবল একাদশ, প্রশান্ত এর নেতৃত্বে বন্ধু মহল ভলিবল একাদশ ও রাজু'র নেতৃত্বে ফ্রেন্ডস এইট ভলিবল একাদশ। লীগ পর্যায়ের
উদ্বোধনী খেলায় স্কোরপিয়ন ভলিবল একাদশ ২-০ সেটে ফ্রেন্ডস এইট ভলিবল একাদশ কে পরাজিত করে। অনুষ্ঠান পরিচালনা ও ধারাভাষ্য দেন, এস আই মোস্তাফিজুর রহমান, নূরুজ্জামান টিটু।
খেলা পরিচালনা করেন, আবুল বাশার ও আঃ সালাম। থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, মাদক বিরোধী অভিযানের পাশাপাশি সাধারণ মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন ও ক্রীড়ামোদীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।পাইকগাছা থানা বঙ্গবন্ধু চত্ত্বর ভলিবল কমিটি ত্রি-দলীয় প্রীতি ভলিবল টুর্নামেন্টটি আয়োজন করেন।
0 coment rios: