![]() |
পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত |
পাইকগাছা অফিস :পাইকগাছায় নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে শুক্রবার সকাল সাড়ে ১০টায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহণ করেন, এ্যাড.শফিকুল ইসলাম কচি, বীর মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, সুশান্ত বিশ্বাস, পঞ্চানন সরকার, মোড়ল কওসার আলী, লুৎফর রহমান, নাহার ইসলাম, হাসনা খাতুন সুমাইয়া, ঐশী আক্তার লিমা, জি এম লিয়াকত আলী, রাবেয়া আক্তার মলি, রোজী সিদ্দীকি, ফারজানা আক্তার ময়না, রানী খাতুন, সমিরণ ঢালী, আক্তার হোসেন গাজী, গৈৗতম ভদ্র সহ অনেকে। সভায় ১৪ জানুয়ারি শনিবার সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২৩ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মাননা প্রদানের সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়েছে।
0 coment rios: