![]() |
পাইকগাছায় পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের কল্যাণে কাজ করে যাচ্ছে প্রবাসী উত্তম |
পাইকগাছা অফিস:কাউকে পেছনে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলোকে এগিয়ে নেওয়ার দায়িত্ব শুরু রাষ্ট্রের নয়। দলিত, শ্রমিক সহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সমাজের অন্য জনগোষ্ঠীর মানুষের দৃষ্টিভঙ্গিও বদলাতে হবে।
আর্থ-সামাজিক উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আহ্বান জানিয়ে তেমনি ভাবে সমাজের পিছিয়ে পড়া অবহেলিত দলিত সম্প্রদায়ের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে প্রবাসী নাগরিক উত্তম কুমার দাস। খুলনা জেলাধীন পাইকগাছা উপজেলার কাশিমনগর দাশ পাড়া দলিত জনগোষ্ঠিদের সার্বিক দুঃখ দুর্দশায় পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। ইতোমধ্যে কাশিমনগর দাশপাড়া দলিত জনগোষ্ঠীর হৃদয়ের স্পন্দন এ প্রবাসী কর্তৃক পাঠানো সাহায্যে পরিবেশন ডিস্টিবিউটর রুপ কুমার সরকারকে একটি ঘর উপহার দিয়েছেন। প্রবাসীদের অর্থায়নে কম্বল বিতরণ ও দলিত সম্প্রদায়ের ছেলে মেয়েরা যাতে শিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য নির্মাণ করা হয়েছে পাঠ্যশালা।
এছাড়া গত ৩ জানুয়ারী দুপুর ১টায় কাশিমনগর দাশ পাড়া যজ্ঞমঞ্চে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ঐদিন ১৪০ জন দুস্থ ব্যক্তির মাঝে এ কম্বল বিতরণ করা হয়। খুলনা জেলা সমাজসেবা কার্যালয়-১ এর কর্মকর্তা আবিদা আফরিন উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী শাহিনুর মোড়ল, জেলা অফিস সহকারী সাফাত সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উক্ত অনুষ্ঠানে সুদূর আমেরিকা থেকে ভার্চুয়াল যুক্ত হয়ে প্রবাসী উত্তম কুমার সাহা বলেন, দলিত জনগোষ্ঠীকে সমাজে শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে যা যা করা দরকার ও সহযোগীতার প্রয়োজন সব কিছুই আমি করবো। দেশের সরকার, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা এ অবহেলিত সমাজের মানুষের মাঝে আলো ছড়িয়ে দিতে চাই। ইতোমধ্যে এ কার্যক্রমে আমার সাথে স্বপ্রণোদিত হয়ে প্রবাসী ভজন সরকার, সুবীর শীল, প্রদীপ চন্দ্র সূত্রধর ও বিশ্বজিত রায় যুক্ত হয়েছেন।
0 coment rios: