পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::পাইকগাছায় আর আর এফ'র সমৃদ্ধি_কর্মসূচির আওতায় নাজুক ও শারীরিক প্রতিবন্ধীদেরমাঝে হুইল চেয়ার বিতরণ করাহয়েছে।
সোমবার সকালে গদাইপুর খেলার মাঠে এলাকার ৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেন খুলনা জোনের সহকারী পরিচালক মোঃ রেজাউল_করিম। এছাড়া সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচির আওতায় বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী_বিজয়ী ও বৈকালীন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ২৪৫টা পুরস্কার প্রদান করা হয়। সার্বিক তত্বাবধানে_ছিলেন, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মাহফুজুর_রহমান, ব্রাঞ্চ ম্যানেজার মনি শংকর মন্ডল, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী তাপস সাধু, শেখ আরিফুর রহমান, প্রীতম সাহা, নাজিরুন_নাহার, নাজরীন আক্তার ও শেখ মোহাম্মদ সুমন আহমেদ।
0 coment rios: