Tuesday, 28 February 2023

ক্ষমতা অপব্যহারের অভিযোগ পাইকগাছা পৌরসভায় জমির বিরোধে দু'পক্ষ মুখোমুখি

ক্ষমতা অপব্যহারের অভিযোগ পাইকগাছা পৌরসভায় জমির বিরোধে দু'পক্ষ মুখোমুখি
 ক্ষমতা অপব্যহারের অভিযোগ পাইকগাছা পৌরসভায় জমির বিরোধে দু'পক্ষ মুখোমুখি 

পাইকগাছা অফিস :পাইকগাছা পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ শিববাটিতে বিরোধপূর্ণ জমি নিয়ে বিবাদমান দু'পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে।  অভিযোগ উঠেছে, সংশ্লিদের মতামত উপেক্ষা করে পৌরসভার লাইন্সেস ইন্সপেক্টর পরিবার প্রথমে বিরোধপূর্ণ জমিতে ঘেরা-বেড়া ও এখন পাকা স্থাপনা নির্মান চেষ্টায় ইট-বালি,সিমেন্ট  মজুদ করেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। স্থানীয়দের আশংঙ্কা এ নিয়ে দু'পক্ষের মধ্যে যে কোন মুহুর্তে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে। 

শিববাটির মৃতঃ প্রবোধ সানার ছেলে  সুজন কুমার সানা গংরা অভিযোগ করেছেন পুলিশ ও পৌর মেয়রের মতামত অমান্য করে তার প্রতিবেশি অমল কৃষ্ণ সানার ছেলে পৌর লাইন্সেস ইন্সপেক্টর মৃনাল কান্তি সানা ও তার পরিবার ক্রয়সুত্রে জোর করে আমাদের দখলীয় জমি অবৈধভাবে দখলের চেষ্টা করছেন। তিনি আরোও বলেন শিবেরবাটি মৌজায় বি,আর এস ৭০ খতিয়ান থেকে স্থানীয় মৃতঃ কালীপদ সানার ছেলে বিকাশ ও সুভাষ সানার কাছ থেকে কোবলামূলে  মৃনাল সানা ৫৫ দাগে- ১৪,৬২ ও ৫৬ দাগে-৮,৯৩ একর জমি ক্রয় করেন। 

এ জমি সংশ্লিষ্টরা জানান, ৫৬ দাগ থেকে বিকাশ ও সুভাষ সানা ইতোপূর্বে দু'জনের কাছে জমি বিক্রি করছেন এবং  পরবর্তীতে ২১ সালে হিস্যার বাহিরে মৃনাল সানা এ দাগ থেকে অতিরিক্ত জমি ক্রয় করে ৫৫ ও ৬৫ দাগের  সম্মুখ ভাগ থেকে মূল্যবান জমি দখলের পাঁয়তারা করে অন্য শরীরদের বিপদে ফেলার চেষ্টা করছেন। 


এ জমির ওয়ারেশদের মধ্যে হিরেন্দ্র নাথ সানা জানান,গত ২৪-৯-২২ তারিখে অজানা কারণে বহিরাগতদের নিয়ে মৃনাল সানা আমাদের রোপনকৃত ধান ক্ষেতে বেড়া দিয়ে জমি দখল করতে যায়। এ নিয়ে মেয়র সাহেব ও থানা পুলিশ পর্যন্ত গড়ালে সমাধান না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টরা কাজ বন্ধ করে দু'পক্ষকে বসাবসির কথা বলেন। কিন্তু মৃনাল ক্ষমতার প্রভাবে বসাবসির সিদ্ধান্ত অমান্য করে গত ২৩ ফ্রেব্রুয়ারি সকালে মৃনাল কান্তি সানার পরিবার সিমেন্ট, বালু ও ইট মজুদ করে পাঁকা স্থাপনা নির্মানের চেষ্টা করছে। এ ঘটনায় সুজন কুমার সানা বাদী হয়ে প্রতিপক্ষ মৃনাল কান্তি ও তার ভাই মিঠুন ও  বলাই সানার বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ নির্মান চেষ্টা বন্ধ করে দিয়েছেন।  

অভিযোগের বিষয়ে লাইন্সেস ইন্সপেক্টর মৃনাল কান্তি সানা বলেন,মালিকের দখলে থাকাবস্থায় জমি ক্রয় করেছি।  যেহেতু এ জমি নিয়ে থানায় অভিযোগ হয়েছে,সে কারনে বসাবসি করে মিমাংসায় পৌছানোর চেষ্টা করছি। এ সম্পর্কে  প্যানেল মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু বলেন, ঘটনার শুরুতে মেয়র সাহেব বসাবসির উদ্যোগে নেয় ও পরবর্তীতে আমি  দু'পক্ষকে নিয়ে আইনজীবী সহ  ক'বার বসেছি কিন্তু সমাধানের পুর্বে মৃনালের বিরুদ্ধে কাজের অভিযোগ করেণ প্রতিপক্ষরা। দু'পক্ষের মধ্যে মিমাংসা চেষ্টা অব্যাহতের  কথা বলে ওসি মোঃ জিয়াউর রহমান জানান, সংঘাত এড়াতে নির্মান কাজ বন্ধ করা হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: